টেকসই প্যাকেজিংয়ের জন্য সঠিক মাপ ও বোর্ড বেছে নিন
প্যাকেটের মাপ হলো দৈর্ঘ্য, প্রস্থ্য ও উচ্চতা; এই তিনটি মাপের সমন্বয়। এই মাপ গুলো ইঞ্চিতে হলে ভালো হয়। দৈর্ঘ্য হচ্ছে ডান থেকে বামের মাপ, প্রস্থ্য হচ্ছে সামনে থেকে পেছনের মাপ ও উচ্চতা হচ্ছে উপর থেকে নীচের মাপ। বুঝতে সমস্যা হলে আপনার প্রোডাক্টটি মেপে তার সাথে আধা ইঞ্চি করে যোগ করলেই প্যাকেটের মাপ পেয়ে যাবেন। সুতরাং প্যাকেটের মাপ = দৈর্ঘ্য + প্রস্থ + উচ্চতা ইঞ্চিতে নির্ধারণ করুন।
আপনার প্রয়োজন অনুযায়ী ২ লেয়ার থেকে ৭ লেয়ার পর্যন্ত কার্টুন বোর্ড বা করোগেটেড শীট দিয়ে বক্স তৈরি করতে পারবেন। আমরা টেকসই এবং মানসম্পন্ন বোর্ড সরবরাহ করি, যা আপনার প্যাকেজিং প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য সমাধান দেবে। প্রোডাক্টের সাইজ অনুযায়ী প্যাকেটের কাগজের পূরত্ব নির্বাচন করুন। হালকা পণ্যের জন্য কম পূরত্বের কাগজ এবং ভারী পণ্যের জন্য বেশি পূরত্বের কাগজ ব্যবহার করুন।